কানাডায় বেকারত্ব কম

কানাডায় জুলাই মাসে বেকারত্বের হার ০.২ শতাংশ কমে ৬.৩ শতাংশে দাঁড়িয়েছে। দেশটিতে প্রায় নয় বছরের মধ্যে এটাই বেকারত্বের সর্বনিম্ন হার।

শনিবার ০৫ আগস্ট দেশটির সরকারের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।

এএফপি জানিয়েছে, জুলাই পর্যন্ত গত ১২ মাসে কর্মসংস্থান বেড়েছে ২.১ শতাংশ। অর্থাৎ কর্মসংস্থানের পরিমাণ বেড়েছে ৩ লাখ ৮৮ হাজার।
জুলাই মাসে অর্থনীতিতে ১১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

খুচরা, পাইকারী, তথ্য ও বিনোদন খাতে কর্মসংস্থান বেড়েছে।

এছাড়া ৫৫ বছর ও আরো বয়স্ক নারীদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।

সরকারি সংস্থা জানিয়েছে, ২০০৮ সালের অক্টোবর মাসের পর ৬.৩ শতাংশই সবচেয়ে কম বেকারত্বের হার।

আজকের বাজার: আরআর/ ০৫ আগস্ট ২০১৭