কানাডার অন্টারিওর মিসিসাওঙ্গা শহরে একটি ভারতীয় রেস্তোরাঁয় বোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতনামা দুই তরুণ। বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৪ মে) রাত সাড়ে ১০টায় বোম্বে বেল রেস্তোরাঁয় এ বোমা বিস্ফোরণ ঘটে।
হামলার পর দুই তরুণ রেস্তোরাঁ থেকে পালিয়ে যায়। ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হুডি জ্যাকেট আর জিন্স পরিহিত মাঝারি উচ্চতার ওই দুই তরুণের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা। এ ঘটনার পুলিশের তদন্ত চলছে।