কানাডার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নানা কর্মসূচির মাধ্য দিয়ে সেখানে যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপন করার কর্মসূচি গ্রহন করেছে। বাংলাদেশ এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ঘোষিত মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ সন্ধ্যায় এডমন্টন পাবলিক লাইব্রেরিতে (ক্লেয়ারভিউ) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবক-যুবা ও শিশু কিশোরদের জন্য উৎসর্গকৃত এ অনুষ্ঠানে সংসদ সদস্যসহ আলবার্টা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদ বাংলাদেশ কমিউনিটির সকলকে এ অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করার আহবান জানিয়েছেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান