কানাডার রক্ষণশীল দল আাগামী ২৭ জুন তাদের নতুন নেতা নির্বাচন করবে। এন্ড্রু স্খির আকস্মিক পদত্যাগের পর শুক্রবার দলটি এ ঘোষণা দেয়।
দলের কর্মকর্তা ড্যান নওলান টরেন্টোয় নির্বাচন হওয়ার আভাস দিয়ে সিবিসি- কে বলেন, ‘বিরোধী দল হিসেবে দ্রুততার সাথে প্রস্তুতি নেয়া আমাদের দায়িত্ব এবং এই দ্রুততা আমাদের নেতা নির্বাচনের অবস্থানে নিয়ে যাবে।’
অক্টোবরের আইনসভা নির্বাচনে রক্ষণশীলরা ১২১ টি আসন পায়, যা ছিল ইতোপূর্বের নির্বাচনের আসন সংখ্যার চেয়ে ২৬ টি বেশি। এ কারণে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পক্ষে হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হয় নি।
রক্ষণশীল নেতা স্খির আইনসভা নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে ১২ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগ ঘোষণার ওই দিনই ‘গ্লোবাল নিউজ’-এর খবরে বলা হয়েছে, অটোয়ার বেসরকারি স্কুলে অধ্যয়নরত স্খির সন্তানদের পড়াশোনার খরচের একাংশ রক্ষণশীল দল থেকে দেয়া হয়েছে। স্খির ২০১৭ সাল থেকে রক্ষণশীল দলের নেতৃেত্ব ছিলেন।