কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে প্রতিযোগিতা বিভাগের সভাপতি অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট।সভাপতির নাম আগেই জানানো হয়েছে।এবার ঘোষণা করা হলো কারা কারা থাকছেন বিচারক প্যানেলে।
বিচারকের দায়িত্বে যারা থাকবেন তাদের মধ্যে বড় আকর্ষণ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। মাত্র ২৮ বছর বয়সেই কানের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি।
আরও যারা থাকছেন বিচারক প্যানেলে- ফরাসি অভিনেত্রী লেয়া , কেট ব্ল্যানচেট, ক্রিস্টেন স্টুয়ার্ট ও লেয়া সেদুসহ পাঁচ নারী। বাকি দু’জন হলেন আভা ডুভারনে ও খাজা নিন।
অন্য বিচারকদের মধ্যে রয়েছেন ‘ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন’ তারকা চ্যাং চেন, ‘ব্লেড রানার ২০৪৯’ ছবির পরিচালক ডেনিস ভিলেন্যুভ, রুশ পরিচালক আন্দ্রে জিভিয়াজিন্তসেভ ও ফরাসি পরিচালক রবার্ট গেদিজিয়ন। এবার পাঁচ মহাদেশ থেকে সাত জাতির সম্মিলন ঘটছে বিচারক প্যানেলে।
ইতোমধ্যে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৮টি ছবির নাম ঘোষণা করা হয়েছে।
আজকে বাজার/আরজেড