বহুল আলোচিত বিষয় যৌন হয়রানি থেকে রেহায় পাচ্ছেন না নামি দামি অভেনেত্রীরাও।সর্বশেষ জরিপ অনুযায়ী, যারা সিডিয়াতে কাজ করতে এসেছেন তাদের সিংহ ভাগই যৌন হয়রানির শিকার হয়েছেন।
প্রথম দিকে এ বিষয়টি সবাই চেপে রাখলেও এখন মুখ খুলছেন সবাই।হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যখন অভিনেত্রীরা একে একে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তখন থেকেই বিষয়টি খুব বেশি চর্চিত হয়েছে। সেই থেকে শুরু হয়েছে প্রতিবাদ।
সেই রেশ কাটেনি এখনো। এর মধ্যে কান চলচ্চিত্র উৎসবে নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেছেন চার তারকা। তাই কানের ৭১তম আসরে যৌন হয়রানি প্রতিরোধে থাকছে হটলাইন। এর মাধ্যমে ভুক্তভোগী কিংবা প্রত্যক্ষদর্শীরা যৌন নিপীড়কের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।
আরজেড/