পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসবের তালিকায় কান চলচ্চিত্র উৎসব অবশ্যই প্রথম সারির অবস্থানে রয়েছে। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেওয়া হয়।
এই উৎসব মূলত চলচ্চিত্র ভিত্তিক হলেও এখানে ফ্যাশনের বিষয়টিও বেশ প্রাধান্য পেয়ে থাকে। এই ফ্যাশনের দৌড়ে বলিউড সুন্দরীরা অনেকটাই এগিয়ে থাকে। এবারের কান চলচ্চিত্র উৎসবে বলিউডের দুই স্বপ্নকন্যাকে ফ্যাশন প্রতিযোগিতায় দেখা গেছে।
২০১৮ সালের প্যারিসের কানউৎসবের লাল গালিচায় ‘হেভেনলি বডিস : ফ্যাশন এন্ড দ্যা ক্যাথলিক ইমাজিনেশন’ থিমে দেখা গেছে বলিউডের দুই স্বপ্নকন্যা দীপিকা পাড়ুকোন ও প্রিয়াংকা চোপড়ার রূপের ঝিলিক।
দীপিকা পরেন সিঁদুর লাল সিল্কি গাউন, মেঝে ছোঁয়া গাউনের পায়ের দিকে একপাশ খোলা সঙ্গে লাল উঁচু জুতা। ফ্যাশন আইকন দীপিকা চুলগুলো আটকে দিয়েছেন পনিটেল করে তার কানের হীরের দুলটিও বেশ মানিয়ে গেছে। ঠোঁটের রক্তজবার লাল লিপিস্টিকে তাকে করে তুলেছে আরও মোহনীয়।
আর মাদার মেরি লুকে প্রিয়াংকার মখমলের লম্বা গাউনে তাকে বিশ্বসুন্দরী নয়, লাগছিল কোনো এক অপ্সরীর মতো। মেরুন রঙা ভেলভেটের মসৃণ পোশাকের ওপরে মাথা ঢাকা স্প্রিং আর মূল্যবান পাথরের কাজে পোশাকটি হয়ে উঠেছে অনন্য। প্রিয়াংকার চুল, ঠোঁট, চোখের সাজ সবই ছিল আলাদা। এরূপে এই সুন্দরীকে নতুন করে অাবিস্কার করেছে ফ্যাশন বিশ্ব।
আজকের বাজার/ এমএইচ