ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বুধবার ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৯ বারের চ্যাম্পিয়ন মোহামেডান এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে ব্রাদার্সের কাছে। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে মোহামেডান সংগ্রহ করে ২৩০ রান। জবাবে অলক কাপালির অপরাজিত ৯৫ রানের ইনিংসে ৪৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ব্রাদার্স করে ২৩২ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় মোহামেডান। এরপর দলটির পাকিস্তানি ওপেনার সালমান বাট দ্বিতীয় উইকেটে শামসুর রহমান শুভ’র সাথে গড়েন ৯৪ রানের জুটি। দলীয় ১১২ রানে আউট হওয়ার আগে ৮০ বলে ৬২ রান করেন বাট। তবে শুভ ঠিকই ব্যাট চালিয়ে যান। রাকিবুল হাসানকে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ৭০ রান। দলীয় ১৮২ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন রাকিবুল। ১৮৫ রানের মধ্যে উইকেট হারান ইরফান শুক্কুর এবং শুভও। আউট হওয়ার আগে ১০৭ বলে ৬ চার ও ২ ছয়ে ৮৫ রান করেন শুভ। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৩০ রানের স্কোর দাঁড়া করায় মোহামেডান। ব্রাদার্সের বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ ৪০ রান খরচায় ২ উইকেট পান।
২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫১ রান তুলতেই ৩ উইকেট হারায় ব্রাদার্স। ইংল্যান্ডের ব্যাটসম্যান জন সিম্পসনকে নিয়ে চতুর্থ উইকেটে অলক কাপালি গড়েন ১০৫ রানের জুটি। বাঁহাতি ব্যাটসম্যান সিম্পসন ৩৯ রানে আউট হলেও উইকেটের একপ্রান্ত ধরে রাখেন কাপালি। ১৭৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন মাইশুকুর রহমান। এরপর সোহরাওয়ার্দী শুভর সাথে ৫৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কাপালি। সোহরাওয়ার্দী শুভ ৩০ রান করেন। ৯১ বলে ৬টি চার ও ৪টি ছয়ে সাজিয়ে ৯৫ রান করে অপরাজিত থাকেন কাপালি। ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান তিনিই। অনূর্ধ-১৯ দলের বাঁহাতি পেসার কাজী অনিক ৪২ রান খরচায় পান ২ উইকেট।
আজকের বাজার: সালি / ০৭ ফেব্রুয়ারি ২০১৮