গাজীপুরের কাপাসিয়ায় বানার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ওই উপজেলার খিরাটি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- খিরাটি পূর্বপাড়ার মিলন মিয়ার মেয়ে সিনথিয়া, সিনহা ও তাদের ফুপাতো বোন হিমা।
কাপাসিয়া থানার এসআই মনির হোসেন জানান, অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের বানার নদীতে গোসল করতে যায় তিন বোন। গোসল শেষে সবাই বাড়ি ফিরলেও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরিবারের সদস্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তিন শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ