আইসিএবি’র কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ এফসিএ কনফেডারেশন অব এশিয়ান এন্ড প্যাসিফিক (কাপা) এর পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন। তিনি চার বছর মেয়াদে কাপা-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।
জনাব আহমেদ ২০০১ সাল থেকে আইসিএবি’র কাউন্সিল সদস্য এবং ২০০৯ সালে এর সভাপতি ছিলেন। বর্তমানে তিনি এমএবিএস এন্ড জে পাটর্নারস, চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস এর জেষ্ঠ্য অংশীদার।
এশিয়া প্যাসিফিক এবং উত্তর আমেরিকা অঞ্চলের ২৪টি দেশের ৩৩টি হিসাববিদদের সংঘঠন নিয়ে কাপা একাউন্ট্যান্সি পেশার উন্নয়নে কাজ করছে।