জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত আনুমানিক ১২টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নেথোয়াই মারমা আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। ইকবাল বাহার চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, শনিবার রাতে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নেথোয়াই মারমা গুলিতে নিহত হওয়ার খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাাইন চৌধুরী বাসসকে জানান, নেথোয়াই মারমা এলাকায় অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। শনিবার তিনি ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়ে নিজ এলাকায় স্বজনদের সাথে দেখা করতে গিয়েছিলেন। পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান