রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় একটি পাহাড়ের আংশিক ধসে পড়ে ধসে দুই পথচারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রাউজানের নোয়াপাড়ার অতল বড়ুয়া ও কারিগর পাড়ার সুজয়া অং মারমা।
শনিবার সকালে রাইখালী-বাঙ্গালহালিয়া-রাজস্থলী-বান্দরবান প্রধান সড়কের কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করছে বলে জানান।
আজকের বাজার/এমএইচ