কোভিড ১৯ পরিস্থিতি মোকাবেলায় গৃহিত কর্মসূচি বাস্তবায়ন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে যুব স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কম্পেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম খ্রীষ্ঠিয়ান হাসপাতালের আয়োজনে বুধবার সকাল ১০ টায় কাপ্তাই মিশন হাসপাতালে এ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
প্রোগ্রাম অফিসার বিজয় মারমার সঞ্চালনায় ও রাঙ্গামাটি কাপ্তাই খ্রীষ্ঠিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার মাঈনুল হাসান চৌধুরী।
কর্মশালায় বক্তব্য রাখেন মিশন হাসপাতাল অর্থ ব্যবস্থাপক সন্তোষ বোস ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ আরও অনেকে। কর্মশালায় রেডক্রিসেন্ট, স্কাউটস ও স্থানীয় যুব স্বেচ্ছাসেবকের ৪০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান