সদ্য বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে কাপ্তাই লেক থেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পেরেশন (বিএফডিসি) ১২ কোটি ৮১ লাখ টাকার রাজস্ব আয় করেছে। এই সময়ে লেকটি থেকে সরকারি ব্যবস্থাপনায় মৎস্য আহরণ করা হয়েছে রেকর্ড ৯৯৭৫ মেট্রিক টন।
বিএফডিসি’র তথ্যমতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলাশয় রাঙামাটির কাপ্তাই হ্রদ (কাপ্তাই লেক) থেকে গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ আয় হয়েছে ২০১৬-১৭ অর্থবছরে। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে এ খাতে আয় ছিল ১০ কোটি ৬০ লক্ষ ৭৪ হাজার টাকা। মৎস্য আহরণ হয় ৯৫৮৮.৫৫ মেট্রিক টন।
বিএফডিসি সূত্রের বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়েছে, ১৯৬৫-৬৬ অর্থ বছরে ১২০৬.৬৩ মেট্রিক টন মৎস্য উৎপাদনের মাধ্যমে ৬ হাজার ৪৮১ বর্গমাইলের এই কাপ্তাই লেকে বাণিজ্যিকভাবে মৎস্য উৎপাদন শুরু হয়।
মৎস্য ব্যবস্থাপনায় বিএফডিসি কর্তৃক বিভিন্ন কার্যকরি পদক্ষেপ গ্রহণের ফলে লেকের মৎস্য উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। যা অতীতে বিএফডিসি মৎস্য প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য আহরণ ও পাচার রোধ, মৎস্য আইন বাস্তবায়ন, কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তি এবং অভয়াশ্রম ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রেখেছে।
তাছাড়া বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র (বিএফআরই) এর গবেষণায় এ বছর বন্ধ মৌসুমে মা মাছেরা রেকর্ড সংখ্যক ডিম ছেড়েছে।
রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আসাদুজ্জামান বলেন, ২০১৬-১৭ অর্থ বছরে রাজস্ব আয়ের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পিছনে মূল কারণ ছিল গণহারে অবৈধ ঝাঁক অপসারণ, কঠোর নজরদারি, ব্যবসায়ী ও জেলেদের সহযোগিতা। এর ফলে মাছ আহরণ বন্ধ মৌসুমে মা মাছ নির্ঝঞ্জাটে ডিম ছেড়েছে।
তিনি জানান, এতে করে অন্যান্য বছরের তুলনায় এবার বেশি পরিমান ও বড় বড় মাছ বিশেষ করে রুই, কাতাল, মৃগেল পাওয়ার সম্ভাবনা রয়েছে।তিনি বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে রাজস্ব আয়ের রেকর্ড আরো সমৃদ্ধি হবে বলে আশা করছি।
তার দেওয়া তথ্য মতে, এ বছর কাপ্তাই লেকে মাছের উৎপাদন বাড়াতে ২৭ টন বড় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। তবে চলতি বছরের ১৩ জুন পাহাড় ধসের প্রভাব নিয়ে শঙ্কিত তিনি।
তিনি জানান, এমনিতে দীর্ঘসময় ধরে লেকে ড্রেজিং না হওয়ার ফলে নাব্যতা হ্রাস পেয়েছে, তার উপর পাহাড় ধসের সব মাটি গিয়ে পড়েছে লেকে। এতে করে নাব্যতা আরো বেশি হ্রাস পেয়েছে। খুব শিগগিরই ড্রেজিং করা না হলে মাছের বৃদ্ধি ও প্রজনন ক্ষমতা বাধাগ্রস্ত হবে।
উল্লেখ, বর্তমানে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ রয়েছে। বৃহত্তম হ্রদ কাপ্তাই লেকে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে চলতি বছরের ১ মে থেকে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাত করনের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়।
আজকের বাজার: এলকে/এলকে ৬ জুলাই ২০১৭