আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে।
এক কর্মকর্তা এ কথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমী বলেন, প্রথমে সকাল ৮টা ১০ মিনিটে আত্মঘাতি হামলাকারী একটি মোটর সাইকেলে করে কাবুলের পূর্বাঞ্চলে বাসে হামলা চালায়। খবর এএফপি’র।
পরে একই এলাকায় গাড়ি বোমা হামলাসহ অরো দু’টি হামলার ঘটনা ঘটে।