আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার একটি সামরিক ফাঁড়ির কাছে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে আফগান রাজধানীতে চালানো এটি প্রথম হামলার ঘটনা।একজন সরকারি কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান নিহতের খবর নিশ্চিত করে বলেছেন, পবিত্র রমজান মাস চলাকালে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আফগানিস্তানের শত্রুরা এ বিস্ফোরণ ঘটিয়েছে।
এদিকে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এএফপি’কে জানায়, কাবুলের উপকণ্ঠে আফগান বিশেষ বাহিনীর একটি ফাঁড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হ”েছ।
এখন পর্যন্ত কোন গ্রুপ এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, এ হামলায় তাদের যোদ্ধারা জড়িত রয়েছে কিনা সে ব্যাপারে তারা তদন্ত করছে।
গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে যুগান্তকারি এক চুক্তি স্বাক্ষরের পর আফগানিস্তানজুড়ে সহিংসতা বেড়ে গেছে-এ সপ্তাহের গোড়ার দিকে এমন প্রতিবেদন দেয়ার পর এ হামলার ঘটনা ঘটলো।