আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাংশে ভোটার ও আইডি রেজিস্ট্রেশন সেন্টারের বাইরে বিস্ফোরণ হামলা চালানো হয়েছে। আত্মঘাতি এই হামলায় এ পর্যন্ত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ৫৭ জন আহত হন।
কাবুলের পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, আফগানিস্তানে নির্বাচন আসন্ন। সেই কারণেই বোমা বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, কাবুলের পুলিশ প্রধান দাউদ আমিন জানিয়েছেন, ভোটার ও আইডি রেজিস্ট্রেশন সেন্টারের গেটের সামনে বিস্ফোরণটি ঘটে৷
তিনি জানান, এটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ৷ এই হামলায় ১২ জন নিহত হয়েছেন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত চলছে৷ সূত্র: ডাব্লিউটপ নিউজ
আজকের বাজার/ এমএইচ