আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার একের পর এক রকেট হামলায় একজন নিহত ও আরেক জন আহত হয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে এ ধরনের দ্বিতীয় রকেট হামলা ছিল এটি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সাংবাদিকদের বলেন, ‘কাবুলের পার্শ্ববর্তী লেবি জার এলাকা থেকে চারটি রকেট ছোড়া হয়।’
তিনি আরো জানান, এসব রকেটের মধ্যে দু’টি কাবুল বিমান বন্দরের কাছে আঘাত হানে।