আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপয়েন্টে গাড়ি বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।আহত হয়েছে আরও শতাধিক।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরো জানান, শনিবার ২৭জানুয়ারি বোমা হামলায় আরও ১৪০ জন আহত হয়েছে।
কাবুলের দূতাবাস এলাকা ও সরকারি দপ্তরগুলোর কাছে একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে তালেবান।এক সপ্তাহ আগে কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চালানো হামলায় দায়ও স্বীকার করেছিল বিদ্রোহী এই গোষ্ঠীটি। ওই হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছিল।
আজকের বাজার:এসএস/২৭জানুয়ারি ২০১৮