আফগানিস্তানের একটি টেলিভিশন ভবনে হামলা চালানো হয়েছে। বিস্ফোরণ ঘটিয়ে কমপক্ষে দুজন ব্যক্তি ভবনটিতে ঢুকে পড়ে। হামলায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছে বলে জানায় একজন নিরাপত্তা কর্মকর্তা। খবর এক্সপ্রেস ট্রিবিউন।
৭ নভেম্বর মঙ্গলবার চালানো এ হামলার সময় বন্দুক যুদ্ধে একজন হামলাকারী নিহত হলেও অপর হামলাকারী নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে গ্রেনেড হামলা চালিয়ে যাচ্ছে বলে জানান এক কর্মকর্তা।
হামলা শুরু হওয়ার পর থেকে সামসাদ টিভি নামের পস্তু ভাষার এ টেলিভিশন চ্যানেলটি তাদের স্বাভাবিক সম্প্রচার বন্ধ করে দেয়।
প্রাথমিকভাবে হতাহত বা হামলাকারীদের সংখ্যা ও পরিচয় জানা যায়নি। তালেবান জঙ্গি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ হামলার দায় নিতে অস্বীকার করেছে।
সিসিটিভির ফুটেজে তিন জন হামলাকারীকে দেখা গেছে যারা দ্বাররক্ষীকে গুলি করে ভবনটিতে প্রবেশ করে বলে জানান সামসাদ টিভির একজন প্রতিবেদক।
আজকের বাজার:এলকে/এলকে ৭ নভেম্বর ২০১৭