কাবুলে তালেবানের আত্মঘাতী হামলায় নিহত ১৬, আহত ১১৯

আফগানিস্তনের কাবুলে সোমবার রাতে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় ১৬জন বেসামরিক মানুষের মৃত্যু এবং অন্তত ১১৯ জন আহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নাসরাত রাহিমি মঙ্গলবার জানান, হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল গ্রিন ভিলেজ নামের একটি কমপাউন্ড। যেখানে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও অতিথিশালা রয়েছে।

হামলার পরে প্রায় ৪০০জন বিদেশিকে ওই স্থান থেকে উদ্ধার করা হয় জানিয়ে তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাঁচজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে।

মার্কিন রাষ্ট্রদূত আফগান সরকারকে তালিবানদের সাথে ‘নীতিগতভাবে’ একটি চুক্তির বিষয়ে (আগামী পাঁচ মাসের মধ্যে পাঁচ হাজার মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করবে) অবহিত করার মাত্র কয়েক ঘণ্টা পরে এ হামলার ঘটনা ঘটে।