যুক্তরাষ্ট্র সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা ও বন্দুক হামলার কঠোর নিন্দা জানিয়েছে। তাদের এ হামলায় ছয়জন নিহত ও ৫০ শিশুসহ বহু লোক আহত হয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘সংঘাত নিরসনের একটি শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার বারবার আহবান জানানো আফগান নাগরিকদের ওপর তালেবানের এই নির্লজ্জ হামলা তাদের নির্মমতার প্রমাণ।’