আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বার্তা সংস্থার দফতর ও পাশের একটি সাংস্কৃতিক কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র নাসরাত রহিমি।
কাবুলের পশ্চিমাংশে শিয়া অধ্যুষিত একটি এলাকার ওই সাংস্কৃতিক কেন্দ্রে একটি প্যানেল আলোচনার সকালের পর্ব চলার সময় হামলাটি চালানো হয়। আলোচনায় উপস্থিতদের মধ্যে অনেক শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আক্রান্ত বার্তা সংস্থা আফগান ভয়েসের সাংবাদিক সৈয়দ আব্বাস হুসাইনি জানিয়েছেন, হামলা চলাকালে কম্পাউন্ডের প্রবেশ পথে প্রথম একটি বিস্ফোরণের পর একাধিক বিস্ফোরণ ঘটেছে বলে তার মনে হয়েছে।
তাদের সংস্থার এক প্রতিবেদক নিহত ও অপর একজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে সোশাল মিডিয়ায় আসা ছবি দেখে মনে হচ্ছে, ওই হামলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আফগান ভয়েসের সঙ্গে শিয়ারদের সম্পর্ক রয়েছে। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে দেওয়া এক বিবৃতিতে এ হামলার সঙ্গে তারা জড়িত না বলে দাবি করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের বার বার জঙ্গি হামলার শিকার হচ্ছে সংবাদমাধ্যম। গত মাসে কাবুলে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনেও হামলা হয়েছিল।
সূত্র: রয়টার্স
আজকের বাজার:এসএস/এলকে ২৮ ডিসেম্বর ২০১৭