কাবুলে গত এক সপ্তাহে চরম বায়ুদূষণে কমপক্ষে ১৭ ব্যক্তি মারা গেছের বলে গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ফিদা মোহাম্মদ পাইকান জানিয়েছেন।
তিনি বলেন, গত এক সপ্তাহে বায়ুদূষণ সংক্রান্ত রোগ, বিশেষ করে শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ নিয়ে ৮ হাজারের অধিক রোগী হাসপাতালে আসেন এবং তাদের মধ্যে ১৭ জন মারা গেছেন।
বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় থাকে কাবুল। পরিস্থিতি সামাল দিতে জাতীয় পরিবেশ সুরক্ষা সংস্থা কাবুল পৌরসভা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সোমবার থেকে এক দূষণবিরোধী অভিযান শুরু করেছে এবং যেসব ব্যবসা কেন্দ্র বা প্রতিষ্ঠান ঘর গরম রাখার ক্ষেত্রে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করছে তাদের বন্ধ করে দেয়ার সতর্কবার্তা দিয়েছে।
পাহাড়ি দেশ আফগানিস্তানে মানুষজন শীতের সময় তাদের ঘরবাড়ি ও অফিস উষ্ণ রাখার জন্য সাধারণত কয়লাসহ নিম্ন মানের জ্বালানি ব্যবহার করেন। তথ্য-ইইএনবি
আজকের বাজার/এমএইচ