আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক দু’টি বোমা বিস্ফোরণে অন্তত ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
রাজধানীর পুলিশ এ কথা নিশ্চিত করেছে।
পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ সাংবাদিকদের জানান, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৫ মিনিটে কার্তি পারওয়ান এ চার চাকা বিশিষ্ট একটি গাড়িতে থাকা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে দু’জন নিহত এবং একজন আহত হয়।
বিস্ফোরণে গাড়িটি উল্টে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
এদিকে এর আগে কার্তি ই আরিয়ানায় একইভাবে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৪ জন আহত হয়।
এখনও হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি।