কাবুলে বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও চারজন আহত হয়েছে এ দুর্ঘটনায়।

সোমবার ভোরে কাবুলের শাসদারাক এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্তানিকজাই। খবর খামা প্রেসের।

হাশমাত বলেন, সকালে নিরাপত্তাবেষ্টিত এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে এক ব্যক্তি এ আত্মঘাতী হামলায় চালায়। এতে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে চলতি গ্রীষ্মে আফগান বিদ্রোহী বাহিনী তালেবান একের পর এক জোরদার হামলা চালিয়ে যাচ্ছে।

ঘটনাস্থলের আশপাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিআইএর দফতর এবং আফগান প্রতিরক্ষার সদর দফতর অবস্থিত বলে খামা প্র্রেসের খবরে উল্লেখ করা হয়েছে।

 

আজকের বাজার/ এমএইচ