আফগানিস্তানের কাবুলে বোমা হামলায় এক আফগান প্রত্নতাত্ত্বিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। খবর সিনহুয়া’র।
শনিবার (২ জুন) সকাল ৭টার দিকে কাবুলের পূর্বাঞ্চলীয় বিন্নি হিসার নামক স্থানে এ হামলা হয়।
দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই গাড়িতে করেই ৩ জন প্রত্নতাত্ত্বিক একটি স্থান পরিদর্শনে পার্শ্ববর্তী রাজ্যে যাচ্ছিলেন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
আজকের বাজার/একেএ