কাবুলে মিলিটারি একাডেমিতে গুলি,নিহত ২

আফগানিস্তানের রাজধানী কাবুলের মিলিটারি একাডেমিতে ভারী অস্ত্রের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এ ঘটনা দুজন নিহতের খবর জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।এক প্রতিবেদনে  জানানো হয়, আজ সোমবার ২৯জানুয়ারি  সকালে মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে হামলা হয়।

এদিকে হামলার দায় স্বীকার করেছে আইএস।

হামলাস্থলের আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। হামলায় বেশ কয়েকজন হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বছরের অক্টোবর মাসে এই মিলিটারি একাডেমির বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১৫ মিলিটারি ক্যাডেট নিহত হন।গত শনিবার কাবুলে অ্যাম্বুলেন্স নিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১০০ জন নিহত হয়। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

আজকের বাজার:এসএস/২৯জানুয়ারি২০১৮