আফগানিস্তানের রাজধানী কাবুলের ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকায় একের পর এক রকেট হামলায় অন্তত ৮ জন প্রাণ হারিয়েছে।
কাবুলের মধ্য ও উত্তরাংশের একাধিক এলাকা এবং ব্যাপক নিরাপত্তা বেষ্টিত গ্রিনজোনের ভেতর ও বাইরে শনিবার সকাল নয়টার আগে এসব হামলা চালানো হয়। গ্রিনজোন এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো অবস্থিত।
গ্রিনজোনের বাইরে কাছাকাছি স্থানে অবস্থিত ইরান দূতাবাস টুইটারে জানিয়েছে, তাদের দূতাবাসের প্রধান ভবনেও রকেট হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এ হামলার জন্যে তালেবানকে দায়ী করে বলেছেন, মোট ২৩টি রকেট হামলা চালানো হয়েছে।
এতে ৮ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এছাড়া গ্রিনজোনের ভেতরেও রকেট হামলা হয়েছে। তবে তা বিস্ফোরিত হয়নি।
এদিকে তালেবান এ হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেছে, তারা অন্ধের মতো জনসমাগমস্থলে হামলা চালায় না।
সম্প্রতি কাবুলে শিক্ষা প্রতিষ্ঠানে চালানো সর্বশেষ বড়ো ধরণের দুটি হামলায় প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছিল। তখনও তালেবানকে দায়ী করা হলে তারা তা অস্বীকার করেছিল।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করার বিষয়ে ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তির অঙ্গীকার অনুযায়ী নগর এলাকায় হামলা না চালানোর বিষয়ে তালেবান গোষ্ঠী চাপের মধ্যে রয়েছে।