আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলীয় সংখ্যালঘু এলাকার শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬৭ জন।
আত্মঘাতী এ ঘটনায় কোনো সংগঠন দায় স্বীকার করেনি। তালেবানের মুখপাত্র জানিয়েছেন, এ হামলা তারা চালায়নি।
কাবুল পুলিশের মুখপাত্র হাশমত স্তানিকজাই বলেন, আমরা নিশ্চিত করতে পারি, হেঁটে এসে এক ব্যক্তি এই হামলা চালিয়েছে। শিক্ষাকেন্দ্রের ভেতরে ঢুকে তিনি বোমার বিস্ফোরণ ঘটান।
নিহতদের মধ্যে বেশির ভাগের বয়স থেকে ১৯ বছরের নিচে। তারা বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
অনেকেই এ ঘটনার পেছনে ইসলামিক স্টেট বা আইএসকে দায়ী করছেন। তবে তারাও এখনো এ হামলার দায় স্বীকার করেনি।
আজকের বাজার/এমএইচ