বন্দুকধারীরা বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে শিখ-হিন্দুদের একটি মন্দিরে হামলা চালিয়েছে। এ ঘটনায় সেখানে নিরাপত্তা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ চলছে। সরকারি এক কর্মকর্তা একথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র তারিক আরিয়ান এএফপিকে বলেন, ‘স্থানীয় সময় ৭টা ৪৫ মিনিটের দিকে হামলাকারীরা হিন্দু-শিখদের ওই মন্দিরে ঢুকে হামলা চালায়।’ তিনি আরো বলেন, ওই ভবনের ভিতরে লোকজন আটকা পড়েছে। নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তথ্য-বাসস
আজকের বাজার/ আখনূর রহমান