হাজার হাজার আফগানদের সরিয়ে নেওয়ার দাবিতে কাবুলের বিমানবন্দরে বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে। রোববার তালেবানের এক জ্যেষ্ঠ্য উর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানান।
তালেবান কর্মকর্তা আমির খান মুতাকি বলেন, ‘আমেরিকা, তার সমস্ত শক্তি এবং সুবিধা নিয়েও বিমানবন্দরে শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছে। সারা দেশে শান্তি ও শীতল অবস্থা বিরাজ করলেও সেখানে কেবলমাত্র কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয়।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান