ন্যাটোর নেতারা এ বছরের শেষের দিকে আফগানিস্তানে তাদের মিশন সমাপ্ত হওয়ার পর কাবুলের বেসামরিক বিমানবন্দরের জন্য তহবিল সরবরাহ বজায় রাখার ব্যাপারে সোমবার সম্মত হয়েছেন। খবর এএফপি’র।
ন্যাটো সম্মেলনের এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের অন্যান্য দেশের সাথে আফগানিস্তানের সংযোগ বজায় রাখার পাশাপাশি একটি স্থায়ী কূটনৈতিক এবং আন্তর্জাতিক উপস্থিতির ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটা উপলব্ধি করে ন্যাটো হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত রাখা নিশ্চিত করতে অন্তবর্তী তহবিল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।’