গাজীপুরের চন্দ্রা এলাকায় কাভার্ড ভ্যান চাপায় দুই শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নন্দন পার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ও জারযিদ স্থানীয় একটি কারাখানা শ্রমিক বলে নিশ্চিত করেছেন কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
তিনি জানান, সকালে গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাড়ইপাড়ার নন্দন পার্কের সামনে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তিন চাকার এক অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
ওসি মজিবুর আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।