রাজধানীর কামরাঙ্গীচরে স্বামী সোহরাব হোসেনের ছুরিকাঘাতে স্ত্রী পিয়ারা বেগম (৩০) নিহত হয়েছেন।
শনিবার (০৯ জুন) রাতে পারিবারিক কলহের জেরে স্বামী তাকে ছুরিকাঘাত করেন বলে জানা যায়।
তাদের ছেলে শফিকুল ইসলাম পিয়ারা বেগমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
রোববার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সোহরাব হোসেনকে আটক করেছে পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার/ এমএইচ