উত্তর আফ্রিকার দেশ মিসরের রাজধানী কায়রোতে এক গাড়িবোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩২ জন গুরুতর আহত হয়েছেন। খবর রয়টার্স'র
সোমবার (৫ আগস্ট) স্থানীয় সময় ভোরে কায়রোর মধ্যাঞ্চলে অবস্থিত জাতীয় ক্যানসার ইনস্টিটিউট প্রাঙ্গণে এ বিস্ফোরণ ঘটে।
জানা গেছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি প্রথমে তিনটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটায়। মূলত এর পরপরই বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে। এতেই ঘটনাস্থলে নারী ও শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন পরিকল্পিত এ আক্রমণের দায় স্বীকার করে নেয়নি।
আজকের বাজার/এমএইচ