স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার সতর্ক করেছেন যে সরকার রাজধানীর কারওয়ান বাজারে কোনোরকম চাঁদাবাজি সহ্য করবে না।
পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এ কথা বলেন।
চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলে দিতে চাই, যারা চাঁদাবাজি করবেন, তারা কারওয়ান বাজার ছেড়ে চলে যাবেন...কোনো চাঁদাবাজ কারওয়ান বাজারে থাকতে পারবে না। চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে কারওয়ান বাজারে প্রতি মাসে কমপক্ষে একটি করে খুনের ঘটনা ঘটতো। ‘কিন্তু, আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা এই হত্যা বন্ধ করেছি।’
আজকের বাজার/এমএইচ