রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন রেলওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন ১২টা ৫২ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
তবে তাৎক্ষণিকভাবে আগুন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এরআগে সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে তেজতুরি বাজার বস্তিতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
আগুনে বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজকের বাজার: এলকে/ ১ জানুয়ারি ২০১৮