কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করার প্রতিবাদে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক অবরোধ করেছে পোশাক কর্মীরা।
মঙ্গলবার (১০ জুলাই) সকালে তেজগাঁওস্থ তেজতুরী বাজারের গোল্ডস্টার ডিজাইন লিমিটেডের কয়েকশ’ কর্মী ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত প্রায় আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে।
ব্যস্ততম সময়ে সেখানে আটকা পড়ে অনেক যানবাহন। ভিআইপি সড়ক ও আশপাশের গলিতেও প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে সকাল সাড়ে ১১টার দিকে রাস্তা থেকে চলে যায় বিক্ষুব্ধ কর্মীরা।
পোশাক কর্মীদের অভিযোগ, কর্মচারী ও শ্রমিকদের গত ঈদুল ফিতরের বোনাস না দিয়ে মূল ফটকের সামনে নোটিশ ঝুলিয়ে হঠাৎ কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
আজকের বাজার/এমএইচ