বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে সৌদি আরবেও। কারফিউ না মানায় সৌদি আরবের রিয়াদে রোববার ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ সংবাদেএ কথা জানা যায়।
সৌদি পুলিশের মুখপাত্র শাকের আল-তাওজিরি সাংবাদিকদের জানান, আটক ব্যাক্তিরা কারফিউ ভেঙে রিয়াদের রাস্তায় গাড়ি চালিয়ে সেটির ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। দেশটির প্রশাসন যেখানে কারফিউর সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকাল ৩টা থেকে শুরু করা হয়েছে, সেখানে আটক ওই সৌদি নাগরিকরা কারফিউকে নিরুৎসাহীত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারফিউ ভঙের ভিডিও ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা ছড়াচ্ছে।
রোববার থেকে জেদ্দায় কারফিউর সময় বাড়ায় দেশটির প্রশাসন। সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় কারফিউর সময়ও বাড়ানো হয়েছে।
আজকের বাজার / এ.এ