`কারলাইলকে আইনজীবি নিয়োগ দুঃখজনক’

খালেদা জিয়ার মামলার পরামর্শক হিসেবে লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী।

রবিবার দুপুরে, সচিবালয়ে ১১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় আইনমন্ত্রী আরও বলেন, বিএনপির কাছে জনগণ এর চেয়ে ভালো কিছু আশা করে না। তারা দেশকে যে ভালোবাসে না, এটাই তার প্রমাণ।

বিদেশী পরামর্শক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার জন্য বিদেশী আইনজীবীর পরামর্শ নিতে কোনো বাধা নেই, আর এতে সরকারের কোনো আপত্তিও নেই।

এর আগে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের ঘোর বিরোধী লর্ড কারলাইল বিচার প্রক্রিয়া ঠেকাতে সভা সেমিনার করাসহ বিভিন্নভাবে তৎপরতার অভিযোগ ওঠে। সাজা পাওয়া জামায়াত নেতাদের ফাঁসি ঠেকাতে হাউজ অব লর্ডসের ৫০জন সদস্যকে নিয়ে বিবৃতি দেন। এমনকী সাজা পাওয়া কয়েকজনের ফাঁসি কার্যকর না করতে বাংলাদেশের হাই কমিশনারকে চিঠিও লেখেন লর্ড কারলাইল। লন্ডনে বসে যুদ্ধাপরাধের দায়ে সাজা পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষেও কাজ করেছিলেন তিনি। আর এসব কারণে নানা মহলে সমালোচিত হন এই ব্রিটিশ আইনজীবী।

বৈঠকে জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিন্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত টিরিংক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তারা কিছু প্রস্তাব দিয়েছে, সেগুলো বিবেচনা করা হবে।

এমআর/