কারাগারে খালেদার ৬ আইনজীবী

কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে দেখা করতে তার ৬ আইনজীবী কারাগারে প্রবেশ করেছেন। আজ রোববার বিকাল ৩টা ৪০মিনিটে তারা খালেদা জিয়ার সাথে দেখা করতে কারাগারে প্রবেশ করেন।

খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, এর আগে আজ বেলা সোয়া ১২ টার দিকে খালেদা জিয়ার আইনজীবীদের চিঠি কারা কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

খালেদা জিয়ার সাথে দেখা করতে আসা ৬ আইনজীবীরা হলেন- ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিএনপি সূত্রে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সর্বশেষ অবস্থা খালেদা জিয়াকে অবহিত করতে এবং সদ্য নির্বাচিত হওয়া সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফল জানাতে তাদের এই সাক্ষাৎকার।

এস/