কারাগারে ছাত্রদল নেতার মৃত্যু

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলন ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন।

সোমবার, ১২ মার্চ সকাল ৯ টার দিকে মিলনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী হানিফ। বর্তমানে ছাত্রদল নেতা মিলনের লাশ ঢামেক মর্গে রয়েছে।

বিএনপির অভিযোগ রিমান্ডে পুলিশের নির্যাতনে জাকির হোসেন মিলনের মৃত্যু হয়েছে। কারণ, গতকাল রোববার রিমান্ড শেষে মিলনকে কারাগারে পাঠানো হয়। এরপরই রাতে মিলনের মৃত্যু হয়।

জাকির হোসেন মিলন তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি। তাকে গত ৬ই মার্চ প্রেসক্লাবের সামনে থেকে আটক করে রমনা পুলিশ। পরদিন আদালতে হাজির করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

৮, ৯ ও ১০ই মার্চ রিমান্ড শেষ আবারও আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একদিন পরই মারা যান মিলন।

আরএম/