নড়াইল জেলা কারাগারে হত্যা মামলার এক আসামি পরনের শার্ট দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ঘটনাস্থলে দায়িত্বরত এক কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম আব্দুল করিম (২৬)। করিম লোহাগড়া উপজেলার কোলা দিঘলিয়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।
বুধবার (১৬ মে) সকাল ১০টার দিকে সদর হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, সকাল সাড়ে ৯টার দিকে করিমকে কারাগারের মধ্যে কারা হাসপাতালের সামনে লোহার গেটের সঙ্গে পরনের শার্ট দিয়ে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৯টার আগে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য কারারক্ষী মাসুম বিল্লাহ সরদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, করিম ২০১৫ সাল থেকে কারাগারে রয়েছে এবং তিনি পৃথক ২টি হত্যা মামলার আসামি। মামলা ২টি বিচারাধীন রয়েছে।
আজকের বাজার/একেএ