ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা অবশেষে কিউরিতিবা কারাগারে পৌঁছেছেন। দুর্নীতির দায়ে আদালত তাকে ১২ বছরের কারাদন্ড দিয়েছে ।
শনিবার তিনি গারাগারে যান। খবর এএফপি’র।
ব্রাজিলে দু’বারের প্রেসিডেন্ট এবং বিশ্বের অন্যতম বিপুল জনপ্রিয় ৭২ বছর বয়সের লুলা পুলিশের হেলিকপ্টারে করে দেশটির দক্ষিণের শহর কিউরিতিবা পুলিশ সদর দপ্তরের ছাদে অবতরন করেন।
শহরটিতে লুলার পৌঁছানোর পর দিনব্যাপী পুলিশের সাথে তার সমর্থকদের সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ, টিয়ারগ্যাস নিক্ষেপ, লাঠির্চাজ, গ্রেপ্তারের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় ৮ জন আহত হয়। একজন রাবার বুলেটবিদ্ধ হয়েছে।
আদালতের রায় ঘোষণার পরবর্তী গত চার দিনে ব্রাজিলে যে অশান্ত পরিস্থিতি চলছিল লুলার কারাগারে যাওয়ার মধ্যদিয়ে কার্যত তার অবসান হল। ওয়ার্কাস পার্টির প্রতিষ্ঠাতা লুলাকে শেষপর্যন্ত কারাগারে নেয়ার বিষয় নিয়ে বড়ো ধরনের অনিশ্চিত পরিস্থিতি তৈরী হয়।
লুলার বিরুদ্ধে একটি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ হিসেবে বিলাসবহুল একটি এপার্টমেন্ট নেয়ার অভিযোগ আনা হয়। আদালতে তিনি দোষী সাব্যস্ত এবং কারাদন্ডে দন্ডিত হন।
আরএম/