কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার ২ হাজার ৩১৭ সৈন্য নিহত

Russian peacekeepers stand at their checkpoint in the village of Chapar outside the town of Kalbajar on November 14, 2020, during the military conflict between Armenia and Azerbaijan over the breakaway region of Nagorno-Karabakh. - Villagers in Nagorno-Karabakh set their houses on fire before fleeing to Armenia ahead of a weekend deadline that will see parts of the territory handed over to Azerbaijan as part of a peace agreement. Residents of the Kalbajar district in Azerbaijan that was controlled by Armenian separatists for decades began a mass exodus this week after it was announced Azerbaijan would regain control on November 15. (Photo by Alexander NEMENOV / AFP)

আর্মেনিয়া শনিবার বলেছে, আজারবাইজানের সঙ্গে নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ছয় সপ্তাহের যুদ্ধে ২ হাজারের বেশী আর্মেনিয় সৈন্য মারা গেছে।
আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়ের নারী মুখপাত্র আলিনা নিকোগোসান তার ফেসবুকে লিখেছেন, “অজ্ঞাত একজন সহ আমাদের ফরেনসিক সার্ভিস এ পর্যন্ত ২ হাজার ৩১৭ জন সৈন্যের মৃতদেহ পরীক্ষা করেছে।”
নিহত আর্মেনিয় সৈন্যদের সর্বশেষ যে মৃতের সংখ্যা হিসাব করা হয়েছিল সেই তুলনায় এই সংখ্যা প্রায় ১ হাজার বেশী।
প্রায় দুই মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশ দ’ুইটির মধ্যে চলতি সপ্তাহে রাশিয়ার মধ্যস্ততায় শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, এই যুদ্ধে মৃতের সংখ্যা ৪ হাজারের বেশী এবং আহতদের সংখ্যা প্রায় ৮ হাজার। এতে অন্তত ১৪৩ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
পুতিন বলেন, তীব্র লড়াইয়ে হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে, “বেসামরিক অবকাঠামো এবং সাংস্কৃতিক সাইট” ধ্বংস হয়েছে।