কারা আপনাকে হিংসা করে ৬ টি লক্ষন দেখে জেনে নিন

পেশাগত, পারিবারিক বা অন্য কোন দিক থেকে কেউ সুখি হলে তাকে অনেকেই হিংসা করে।আমরা প্রায়ই বুঝতে পারিনা কারা হিংসা করে আবার কারা  ভালোবাসে। কেননা হিংসাকারী ব্যক্তি পরোক্ষভাবে হিংসা করলেও প্রত্যক্ষভাবে সে ভালোবাসার অভিনয় করে। তাই চলুন জেনে নেই কোন লক্ষণ ‍গুলো দেখে বুঝবেন যে কারা আপনাকে হিংসা করে।

১. লক্ষ রাখুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি না। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ।

২. খেয়াল রাখবেন, কেউ অযথা আপনার স্তুতি করছেন কিনা। বেশি খোশামুদে মানুষের মনে কিন্তু গোপন ঈর্ষার বাসা।

৩. কেউ যদি আপনার কোনও সাফল্যকে ছোট করে দেখেন, জানবেন, তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর।

৪. সর্বদা আপনার খুঁত ধরেন, এমন লোক থেকে সাবধান! এঁরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসের জাল বুনে চলেছেন।

৫. খেয়াল রাখবেন, আপনার পিছনে কেউ কোনও গুজব রটাচ্ছেন কি না। যদি রটে, তা হলে সেই গুজবের উদ্গাতাকে খুঁজে বের করুন। জানবেন, তিনি কোনও গোপন ঈর্ষা থেকেই এই কাণ্ড ঘটাচ্ছেন।

৬. কেউ কি আপনাকে অজাচিত উপদেশ দিচ্ছেন? এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি।

আজকের বাজার/আরজেড