বেশি বেশি করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন আত্মা শান্তি পাবে! তার উপর ছেড়ে দেন! কথা গুলো আপনী জানেন তার পরও স্মরন করে দেয়া!
ব্রিটিশদের উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর থেকে মায়ানমারের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী। ২০১২ সালে এসে তথাকথিত গণতান্ত্রিক রূপান্তর হয় মায়ানমারে। এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল অস্ত্র আমদানি করেছে মায়ানমার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে গ্রাফিক্স ব্যবহার করে অস্ত্র আমদানির সেই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে ১৯৯০ থেকে ২০১৬ সাল পর্যন্ত মায়ানমার কোন দেশের কাছ থেকে কত অস্ত্র কিনেছে, তার বিবরণ রয়েছে। এতে দেখানো হয়েছে মায়ানমারের কাছে সবচেয়ে বেশি অস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রি করেছে চীন, রাশিয়া, ভারত, ইসরায়েল ও ইউক্রেন।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মায়ানমারের কাছে সবচেয়ে বেশি ১২০টি বিমান বিক্রি করেছে চীন। এরপরেই রয়েছে রাশিয়া, দেশটি মায়ানমারের কাছে ৬৪টি বিমান বিক্রি করেছে। এছাড়া পোল্যান্ড ৩৫, জার্মানি ২০, সাবেক যুগোস্লাভিয়া ১২, ভারত নয়, সুইজারল্যান্ড তিন ও ডেনমার্ক একটি বিমান বিক্রি করেছে ।
মায়ানমারের কাছে সর্বাধিক দুই হাজার ৯৭১টি ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে রাশিয়া। এরপরই আছে চীনের অবস্থান। দেশটি তাদের প্রতিবেশী মায়ানমারের কাছে এক হাজার ২৯টি ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে। এছাড়া বেলারুশ ১০২, বুলগেরিয়া ১০০ ও ইউক্রেন ১০টি ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে।
বার্মিজ নৌবাহিনীর জন্য চীনের কাছ থেকে ২১টি তরী কেনা হয়েছে । এছাড়া ভারত ও সাবেক যুগোস্লাভিয়ার কাছ থেকে কেনা হয়েছে তিনটি করে তরী।
মায়ানমারের কাছে সীমান্তবর্তী দেশ চীন সবচেয়ে বেশি ১২৫টি কামান বিক্রি করেছে। এছাড়া দীর্ঘ সময় সামরিক জান্তাশাসিত দেশটির কাছে সার্বিয়া ১২০, রাশিয়া ১০০, ইসরায়েল ২১, উত্তর কোরিয়া ১৬ ও ভারত ১০টি কামান বিক্রি করেছে।
মায়ানমারের কাছে সর্বাধিক ৬৯৬টি সাঁজোয়া যান বিক্রি করেছে চীন। এরপরই আছে ইসরায়েলের অবস্থান। দেশটি মায়ানমারের কাছে সাঁজোয়া যান বিক্রি করেছে ১২০টি। এছাড়া ইউক্রেন ৫০ ও ভারত ২০টি সাঁজোয়া যান বিক্রি করেছে।
বিশ্লেষকদের মতে, মায়ানমারের সঙ্গে বৃহৎ রাষ্ট্রগুলোর নানামুখী সম্পর্ক রয়েছে। আর এ কারণেই চলমান রোহিঙ্গা সংকটের মুখেও তারা দৃশ্যত চুপ রয়েছে।
আজকের বাজার : এলকে/এলকে ১৬ সেপ্টেম্বর ২০১৭