পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ কার পার্কিং ও বাণিজ্যিক কাজের জন্য জমি কিনবে। এ কারণে কোম্পানিটি গত ৫ মার্চ একটি চুক্তি সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানিটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে লিজ নেওয়া এক বিঘা এবং ১০ কাঠা জমিতে নির্মাণাধিন ‘ট্রেড ইন্টারকন্টিনেন্টাল ১৯৭৩’ নামের ৩২ তলা ভবনে বাণিজ্যিক ও ১৬টি গাড়ি পাকিংয়ের জন্য ২৮ হাজার ২৯১ স্কয়ার ফিট স্পেস ক্রয়ে জন্য দলিল চুক্তি সম্পন্ন করেছে।এর প্লট নং ২১৩/এ। ভবনিটি ঢাকা তেজগাঁও শিল্প এবং বাণিজ্যিক এলাকায় অবস্থিত।
এই বাণিজ্যিক ও গাড়ি পার্কিংয়ের স্পেস ক্রয় কোম্পানিটির ৫২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় হবে।ভবনটি কিনতে নিবন্ধন ফিসহ প্রয়োজনীয় খরচ কোম্পানি নিজে বহন করবে। ২০২৩ সালের জুলাই মাসে এই ভবনের কাজ সম্পন্ন হবে। ভবন নিমার্ণ সম্পন্ন হলে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কাছে হস্তান্তর করা হবে।
আজকের বাজার/এ.এ