সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পর্যায়ের মূল্যায়নে দেশ সেরা ‘হেলথ মিনিস্টারস ন্যাশনাল এ্যাওয়ার্ড-২০১৯’ লাভ করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র আজ বাসস’কে জানায়, ঢাকা হোটেল সোনারগাঁওয়ে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ ওই সম্মাননা ’হেলথ মিনিস্টারস ন্যাশনাল এ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করেন।
সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, প্রসূতি সেবা, ইপিআই, যক্ষা, কুষ্ঠ রোগ, আউট ডোর-ইনডোর চিকিৎসা সেবা, পরিস্কার পরিচ্ছন্নতা ও ৫০ শর্যা বিশিষ্ট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশ সেরা সরকারি ওই এ্যাওয়ার্ড লাভ করেছে বলে জানান, সিভিল সার্জন ডা: সেলিম মিঞা। স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ ওই এ্যাওয়ার্ড লাভ করায় কালাই উপজেলা স্বাস্থ্য বিভাগের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়াও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় জেলা সিভিল সার্জন অফিস দেশ সেরা টপ ফাইভের মধ্যে দ্বিতীয় এবং ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজশাহী বিভাগীয় পর্যায়ের মূল্যায়নে শ্রেষ্ট হওয়ার গৌরব অর্জন করেছে।